সিরাজগঞ্জে অসহায় প্রতিবন্ধী কিশোরী ধর্ষিত : থানায় মামলা
পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ১০/১১/২০২০ , ৭:০০ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ


সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার রেলষ্টেশন এলাকায় এক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। অসহায় পরিবারের ওই কিশোরী ধর্ষণের ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। কামারখন্দ থানার ওসি রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা সদর এলাকার অসহায় পরিবারটি তার প্রতিবন্ধী কিশোরীকে নিয়ে ওই ষ্টেশন এলাকায় বসবাস করছিল দীর্ঘদিন ধরে। গত শুক্রবার রাতে প্রতিবন্ধী কিশোরী প্রকৃতির ডাকে সাড়া দিতে ষ্টেশন এলাকায় টয়লেটে যায়। এ সুযোগে একই এলাকার জামতৈল গ্রামের মোক্তার হোসেনের ছেলে সিএনজি চালক আব্দুল আলিম (২৬) ওই টয়লেটে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষিত কিশোরী ঘটনাটি রাতেই তার মাকে জানায়।
এ বিষয়টি পরদিন তার মা স্থানীয় লোকজনকে অবহিত করে এবং তারা আপোষ মিমাংশার চেষ্টা করে ব্যার্থ হয়। অবশেষে ধর্ষিতার মা বাদী হয়ে বিকেলে ধর্ষকের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে। ধর্ষককে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি উল্লেখ করেন