গাইবান্ধায় নিরাপদ চিকিৎসা চাই-এর উদ্যোগে ফ্রি চক্ষু শিবির
পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ১০/১১/২০২০ , ৭:১০ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ


সুচিকিৎসা হোক আমাদের মৌলিক অধিকার, নিজে বাঁচুন ও পরিবারকে বাচান” এ শ্লোগানে গাইবান্ধায় ফ্রি চক্ষু শিবির ও বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
নিরাপদ চিকিৎসা চাই গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে আজ মঙ্গলবার সকালে গাইবান্ধা ইসলামী উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী ফ্রি চক্ষু সেবা ও বিনামূল্যে ছানি অপারেশন করা হয়। সংক্ষিপ্ত আলোচনা সভায় নিরাপদ চিকিৎসা চাই গাইবান্ধা জেলা শাখার সভাপতি মাহবুব-উল হাসান রিপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ যুবলীগ সাধারণ সম্পাদক শাহ আহসান হাবীব রাজিব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রেজাউল করিম ভুট্টু, ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. শহীদ আহমেদ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন নিরাপদ চিকিৎসা চাই গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়াসহ অন্যান্যরা।