সিরাজগঞ্জ-১ আসন উপ-নির্বাচন বৃহস্প্রতিবার : কঠোর ব্যাবস্থা
পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ১০/১১/২০২০ , ৭:২০ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ


সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের একাংশ) সংসদীয় আসনের উপ-নির্বাচন বৃহস্প্রতিবার অনুষ্ঠিত হবে। এজন্য নির্বাচন কমিশন সব ধরণের কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে। ইতিমধ্যেই সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তা ও প্রতিনিধি ওই নির্বাচনী এলাকায় অবস্থান করছেন। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রাজশাহী ও রিটার্নিং অফিসার ফরিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি এবিনিউজকে জানান, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। কোন কারচুপি অনিয়ম বরদাস্ত করা হবে না। নির্বাচন এলাকার কেন্দ্র সমূহে ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইন শৃঙ্খলা বাহিনীকে দায়িত্ব পালনের নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া জেলা প্রশাসনও দায়িত্ব পালন করবেন। ১২ নভেম্বর ১৬৯টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপ-নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী সাবেক এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয় (নৌকা) এবং বিএনপি মনোনীত প্রার্থী সেলিম রেজা (ধানের শীষ) অংশ গ্রহণ করেন।