আজ: ৫ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, সোমবার, ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই জিলকদ, ১৪৪৪ হিজরি, রাত ৪:৫৬
সর্বশেষ সংবাদ
খেলাধূলা ৪ মাসের জন্য মাঠের বাইরে ফাতি

৪ মাসের জন্য মাঠের বাইরে ফাতি


পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ১০/১১/২০২০ , ১০:০০ পূর্বাহ্ণ | বিভাগ: খেলাধূলা


লা লিগায় শনিবার রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচে ৩১ মিনিটের সময় ডি-বক্সে পেছন থেকে ফাউলের শিকার হন বার্সেলোনার তরুণ ফরোয়ার্ড আনসু ফাতি। আর তাতেই আগামী চার মাসের জন্য মাঠের বাইরে চলে গেলেন স্পেনের এই টিনেজার ফরোয়ার্ড।
ফাতি বাঁ পায়ের হাঁটুতে চোটের শিকার হয়েছিলেন। সোমবার রাতে তার পায়ে সফল অস্ত্রোপচার করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ক্লাব বার্সেলোনা। তবে সেরে উঠে মাঠে ফিরতে ফাতির এখনো চার মাস সময় লাগবে বলে জানিয়েছে চিকিৎসক রামোন কাগেট।
টিনেজারের তকমা না পেরোনো এই ফুটবলার বার্সার মূল একাদশের নিয়মিত সদস্য হয়ে উঠেছেন। চলতি মৌসুমে এখন পর্যন্ত ১০ ম্যাচে ৫৯৬ মিনিট খেলে ফেলেছেন ফাতি। ইতিমধ্যে করে ফেলেছেন ৫ গোল ও দুই অ্যাসিস্ট। এই তারকার লম্বা সময়ের জন্য ছিটকে যাওয়া, খারাপ খবর হয়েই এলো বার্সেলোনার জন্য।

Comments

comments