মুম্বাই বনাম দিল্লি, আইপিএল ফাইনাল নিয়ে ৫ তথ্য
পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ১০/১১/২০২০ , ১০:৫৫ পূর্বাহ্ণ | বিভাগ: খেলাধূলা


১. আইপিএলের ইতিহাসে সবথেকে সফল (চার বারের চ্যাম্পিয়ন) ক্যাপ্টেন রোহিতের সঙ্গে লড়াই টুর্নামেন্টের ইতিহাসে কণিষ্ঠ অধিনায়ক শ্রেয়স আইয়ারের।
২. আইপিএলের ইতিহাসে মোট ৩ বার লিগ টেবিলের শীর্ষে থাকা দল চ্যাম্পিয়ন হয়ে টুর্নামেন্ট শেষ করেছে। ২০০৮ সালে রাজস্থান রয়্যালস এবং ২০১৭ ও ২০১৯ সালে মুম্বাই ইন্ডিয়ান্স এমন কৃতিত্ব দেখিয়েছে। এবারও মুম্বাই লিগ টপার হয়ে ফাইনালে উঠেছে।
৩. সবথেকে কম বয়সী ক্যাপ্টেন হিসেবে আইপিএল ফাইনালে নেতৃত্ব দিতে নামবেন শ্রেয়স আইয়ার। এই রেকর্ড আপাতত রোহিতের দখলে রয়েছে। ২০১৩ সালে রোহিত সবথেকে কম বয়সে আইপিএল ফাইনালে নেতৃত্ব দিয়েছিলেন।
৪. শ্রেয়স আইয়ার মুম্বাইয়ের প্রথম ক্রিকেটার, যিনি মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএল ফাইনালে অন্য দলকে নেতৃত্ব দেবেন।
৫. আন্তর্জাতিক ক্রিকেটে নেতৃত্ব না দিয়েও আইপিএল ফাইনালে ক্যাপ্টেন্সি করার নিরিখে রোহিত শর্মার পাশে বসে পড়বেন শ্রেয়স আইয়ার। ২০১৩ সালে রোহিত যখন প্রথমবার আইপিএল ফাইনালে মুম্বাইকে নেতৃত্ব দেন, তখন তিনি টিম ইন্ডিয়ার হয়ে ক্যাপ্টেন্সি করেননি। রোহিত ২০১৩ সালে আইপিএল ফাইনাল খেলার আগে দেশের হয়ে ওয়ান ডে ও টি-২০ খেললেও টেস্টে মাঠে নামেননি। শ্রেয়স আইয়ার জাতীয় দলের হয়ে ওয়ান ডে ও টি-২০ খেলেছেন। তবে এখনও পর্যন্ত টেস্ট খেলেননি।