আজ: ১১ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, রবিবার, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ২২শে জিলকদ, ১৪৪৪ হিজরি, সকাল ৭:৩৬
সর্বশেষ সংবাদ
খেলাধূলা করোনা আক্রান্ত মুমিনুল হক

করোনা আক্রান্ত মুমিনুল হক


পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ১০/১১/২০২০ , ৩:১২ অপরাহ্ণ | বিভাগ: খেলাধূলা


ফের করোনার থাবা পড়ল বাংলাদেশের ক্রিকেটে। মাশরাফি বিন মর্তুজা, নাজমুল ইসলাম অপু, সাইফ হাসানরা আক্রান্ত হয়েছেন আগেই। সুস্থও হয়েছেন। দিন কয়েক আগে করোনা ধরা পড়ে জাতীয় দলের তারকা অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদের।
এবার করোনা পরীক্ষায় পজিটিভ হয়েছেন জাতীয় দলের টেস্ট অধিনায়ক মুমিনুল হকও। মুমিনুল একা নন, তার স্ত্রী ফারিহারও ‘কোভিড-১৯’ পরীক্ষায় পজিটিভ ধরা পড়েছে।
উপসর্গ দেখা দেয়ায় সোমবার করোনা পরীক্ষার জন্য নমুনা দেখা দিয়েছিলেন মুমিনুল। মঙ্গলবার সেই পরীক্ষার ফলে পজিটিভ এসেছে। মুমিনুলের করোনা আক্রান্ত হওয়ার খবরটি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
মুমিনুল করোনা পজিটিভ হওয়ায় আপাতত আইসোলেশনে আছেন। আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ টুর্নামেন্টে তাই তার খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। আগামী ২০ নভেম্বর থেকে শুরু হচ্ছে লিগটি।

Comments

comments