আজ: ১১ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, রবিবার, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ২২শে জিলকদ, ১৪৪৪ হিজরি, সকাল ৬:২৪
সর্বশেষ সংবাদ
রাজনীতি দেশে সাংবিধানিকভাবে একনায়কতন্ত্র চলছে: জিএম কাদের

দেশে সাংবিধানিকভাবে একনায়কতন্ত্র চলছে: জিএম কাদের


পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ১০/১১/২০২০ , ৫:০০ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি


দেশে এখন সাংবিধানিকভাবে একনায়কতন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। মঙ্গলবার দুপুরে রাজধানীর বনানীতে দলীয় কার্যালয়ে গণতন্ত্র দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। জিএম কাদের, নূর হোসেন গণতন্ত্রকে না-কি স্বৈরতন্ত্রকে মুক্তি দেয়ার জন্য জীবন দিয়েছিলেন তা এখন জাতিকে ভেবে দেখার পরামর্শ দেন। এ সময় গণতন্ত্রকে শক্ত অবস্থানে নিতে দলের নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান তিনি।

অন্যদিকে দলটির মহাসচিব জিয়াউদ্দিন বাবলু বলেন, ‘স্বৈরাচার নন বরং গণতন্ত্রের প্রবক্তা ছিলেন এইচ এম এরশাদ।’ দেশে এখন কোনো গণতন্ত্র নেই বলে নির্বাচনে মানুষ আর ভোট দিতে যায় না বলেও মনে করেন জাতীয় পার্টির মহাসচিব।

Comments

comments