আজ: ২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ, সোমবার, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৯ই জিলকদ, ১৪৪৪ হিজরি, রাত ১:১০
সর্বশেষ সংবাদ
বিনোদন ‘পোশাকের জন্য নিঃশ্বাস নিতে পারছিলাম না’

‘পোশাকের জন্য নিঃশ্বাস নিতে পারছিলাম না’


পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ০৯/১১/২০২০ , ৪:৫০ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


সাহসী পোশাকে বরাবরই রেড কার্পেট মাতান প্রিয়াঙ্কা চোপড়া। স্টাইল দিয়ে একাধিকবার হলিউডের ‘টক অফ দ্য টাউন’ হয়ে উঠেছে। কিন্তু সেই অভিনেত্রী কি-না জীবনে দুবার নিজের পোশাক নিয়ে চূড়ান্ত অস্বস্তিতে পড়েছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেকথাই বলেছেন প্রিয়াঙ্কা চোপড়া।

তা কোন দুই অনুষ্ঠানের কথা বলেছেন প্রিয়াঙ্কা। তিনি বলেন, ‘২০০০ সালে আমি মিস ওয়ার্ল্ড-এর খেতাব জিতেছিলাম, তখন যে পোশাকটি অনুষ্ঠানে পরেছিলাম তা পরে একেবারেই স্বাচ্ছন্দ্য বোধ করছিলাম না। হাঁটার সময়ে নমস্কারের মতো ভঙ্গী করে দুহাত এক করে রেখেছিলাম। যাতে পোশাকের ভিতর থেকে অন্তর্বাস না উঁকি দেয়। দর্শকরা ভেবেছিলেন যে আমি হয়তো নমস্তে করছি। কিন্তু আসলে আমি আমার ড্রেসটাকে কায়দা করে ধরে রেখেছিলাম।’

মিস ওয়ার্ল্ড-এর মঞ্চ কাঁপানোর পর আবারও একই ধরনের সমস্যায় পড়েছিলেন প্রিয়াঙ্কা ২০১৮ সালে রালফ লরেনের রেড ভেলভেট পোশাকটি পরে। প্রিয়াঙ্কা বলেন, ‘আউটফিটটা এমনই ছিল যে আমি পোশাকের জন্য নিঃশ্বাস নিতে পারছিলাম না। মনে হচ্ছিল আমার পাঁজরটাই যেন এবার বেঁকে যাবে। ডিনার করার সময় বসতে খুব অসুবিধা হয়েছিল। তাই সেদিন একেবারেই বেশি কিছু খেতে পারেনি আমি সেদিন।

Comments

comments