বাবার পথে হাঁটছে মেয়ে
পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ০৯/১১/২০২০ , ১২:৫০ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


বিশ্ব নন্দিত সঙ্গীত পরিচালক এ আর রহমান এর পথেই হাঁটতে যাচ্ছে তার মেয়ে খাতিজা রহমান। সম্প্রতি, ‘ফারিশতো’ নামের একটি গানে কন্ঠ দিয়েছেন খাদিজা।
নতুন এই গান কম্পোজ় করার পরেই রহমান চেয়েছিলেন তার মেয়ের কণ্ঠে গানটি উপস্থাপন করতে। গানের রিহার্সাল ও রেকর্ডিং চলাকালীন সময়ে বাবার সঙ্গে মতের অমিল হবার কথা জানান খাদিজা। তবে, গানটির প্রস্তুতি চলাকালীন সময়কে কোয়ালিটি টাইম আখ্যা দিয়ে তার খুশির কথা জানাতে ভুলেননি ২৪ বছর বয়সী খাদিজা। খাদিজা বলেন, ‘ছোটবেলার বেশির ভাগ সময়েই বাবাকে ব্যস্ত দেখেছি। এই গানটা আমার কাছে সে অর্থে একটা বড় প্রাপ্তি।’