নতুন প্রেসিডেন্টকে ‘গজনি বাইডেন’ বললেন কঙ্গনা
পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ০৯/১১/২০২০ , ১১:২২ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


বিনোদন থেকে রাজনীতি সব বিষয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে সোজাসাপ্টা কথায় নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। এবার যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টকে নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন একই ভঙ্গিতে। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে বলিউড সিনেমা ‘গজনী’-তে আমির খানের চরিত্রের সঙ্গে তুলনা করেছেন এই অভিনেত্রী।
ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, এই খবর জানার পর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি লেখেন, ‘গজনী বাইডেন সম্পর্কে নিশ্চিত নই। কারণ তার ডেটা পাঁচ মিনিট পর পর ক্র্যাশ করে। তাকে যেসব ইনজেকশন দেয়া হয়েছে সেগুলোর কোনোটার প্রতিক্রিয়াই এক বছরের বেশি টিকবে না। ফলে এটা স্পষ্ট যে, কমলা হ্যারিসকেই সবটা সামলাতে হবে।’
কঙ্গনা আরও লিখেছেন যে, ‘যখন একজন নারী ওপরে ওঠেন, তিনিই অন্য নারীদের পথ দেখিয়ে দেন। এই ঐতিহাসিক দিনে আনন্দ করুন।’
উল্লেখ্য, ‘গজনি’ সিনেমায় আমির কিছুক্ষণ পরপরই আগের সব স্মৃতি ভুলে যেতেন। জো বাইডেনের বয়স নিয়ে কটাক্ষ করেই তাকে ‘গজনি’ ছবির আমিরের সঙ্গে তুলনা করেছেন কঙ্গনা। তার মতে, পাঁচ মিনিট পরপরই স্মৃতিভ্রম হয় বাইডেনের। আর তাই সবকিছু সামলাতে হবে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকেই।