আজ: ২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ, সোমবার, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৯ই জিলকদ, ১৪৪৪ হিজরি, রাত ১২:৫১
সর্বশেষ সংবাদ
বিনোদন করোনায় আক্রান্ত মেগাস্টার চিরঞ্জীবী

করোনায় আক্রান্ত মেগাস্টার চিরঞ্জীবী


পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ০৯/১১/২০২০ , ১২:৪০ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


করোনায় আক্রান্ত হলেন তেলুগু স্টার চিরঞ্জীবী। টুইট করে নিজের সোশ্যাল হ্যান্ডেলের মাধ্যমে অসুস্থতার খবর প্রকাশ করেন চিরঞ্জীবী। করোনায় আক্রান্ত হওয়ার পর নিজেকে ঘরবন্দি করে ফেলেন চিরঞ্জীবী। তিনি শ্বাসকষ্টের রোগী। সেই কারণে করোনায় আক্রান্ত হওয়ার পর নিজেকে বাড়ির অন্যদের কাছ থেকে বিচ্ছিন্ন করে ফেলেছেন বলেও জানান তেলুগু মেগাস্টার।
পাশাপাশি গত ৫ দিন ধরে যাঁরা তাঁর সঙ্গে দেখা করেছেন, তাঁরা যাতে প্রত্যেকে সাবধানে থাকেন, সেই আবেদনও করেন চিরঞ্জীবী।
https://help.twitter.com/en/twitter-for-websites-ads-info-and-privacy
সম্প্রতি তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখরের সঙ্গে দেখা করেন চিরঞ্জীবী। ওই সময় চিরঞ্জীবীর সঙ্গে ছিলেন নাগার্জুনাও। সিনেমা হল খোলার বিষয়ে আলোচনার জন্যই তেলাঙ্গানার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী চিরঞ্জীবী। গত ৭ নভেম্বর চন্দ্রশেখর রাওয়ের সঙ্গে দেখা করেন চিরঞ্জীবী।

Comments

comments