আজ: ২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ, সোমবার, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৯ই জিলকদ, ১৪৪৪ হিজরি, রাত ১২:৫১
সর্বশেষ সংবাদ
খেলাধূলা আর্জেন্টিনা দল থেকে ছিটকে গেলেন দিবালা

আর্জেন্টিনা দল থেকে ছিটকে গেলেন দিবালা


পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ০৯/১১/২০২০ , ১০:১৭ পূর্বাহ্ণ | বিভাগ: খেলাধূলা


ইনজুরির কারণে আগেই দল থেকে ছিটকে গেছেন তারকা ফরোয়ার্ড সার্জিও আগুয়েরো। এবার ম্যাচের আগ দিয়ে নতুন দুঃসংবাদ আর্জেন্টিনা ফুটবল দলের জন্য। শারীরিক অসুস্থতার কারণে খেলতে পারবেন না আরেক ফরোয়ার্ড পাওলো দিবালাও।
বিশ্বকাপ বাছাইপর্বের পরবর্তী দুই ম্যাচের জন্য দেশের বাইরের লিগগুলোতে খেলা ফুটবলারদের নিয়ে ২৫ সদস্যের দল ঘোষণা করেছিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি, সেখানে ছিলেন দিবালা। কিন্তু রোববার এক বিবৃতিতে জানানো হয়েছে, ম্যাচ দুইটি খেলতে পারবেন না দিবালা।
শুধু দিবালাই নয়, স্কোয়াড থেকে বাদ পড়েছেন মিডফিল্ডার মার্কস আকুনা। ফলে আর্জেন্টিনার স্কোয়াড এখন নেমে এসেছে ২৩ জনে। দিবালার ক্ষেত্রে বলা হয়েছে শারীরিক অসুস্থতার কথা। অন্যদিকে ডান পায়ের পেশিতে চোট পেয়েছেন আকুনা।
আগামী ১২ নভেম্বর ঘরের মাঠে প্যারাগুয়ের মোকাবেলা করবে আর্জেন্টিনা। পরে ১৮ নভেম্বর বাছাইয়ে নিজেদের চতুর্থ ম্যাচে আলবিসেলেস্তেরা খেলবে পেরুর মাঠে। ২০২২ কাতার বিশ্বকাপ বাছাইয়ের প্রথম দুই ম্যাচ জিতে সুবিধাজনক অবস্থানে আছে লিওনেল মেসির দল।

Comments

comments