আজ: ১১ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, রবিবার, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ২২শে জিলকদ, ১৪৪৪ হিজরি, সকাল ৬:১৩
সর্বশেষ সংবাদ
খেলাধূলা ৩৭৬ দিন পর মিরপুরে সাকিব

৩৭৬ দিন পর মিরপুরে সাকিব


পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ০৯/১১/২০২০ , ১১:৪৪ পূর্বাহ্ণ | বিভাগ: খেলাধূলা


২০১৯ সালের ২৯ অক্টোবর। আইসিসির নিষেধাজ্ঞার পর সংবাদমাধ্যমের সামনে লিখিত বক্তব্য পড়ে সেই যে গেলেন, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান হোম অব ক্রিকেটে আর ফিরলেন এই সোমবার। মাঝে চলে গেছে ৩৭৬টি দিন!
আজ সোমবার (৯ অক্টোবর) সকাল ৯টার পরে ৩৩ বছর বয়সী অলরাউন্ডার মিরপুরে পা রাখেন। ফিটনেস টেস্ট দিতে।
সাকিব অবশ্য ইনডোরে ঢোকেন আরও আগে। সাড়ে ৮টার দিকে। এরপর সকাল ১০টার কিছু আগে জিমে যান। কিছুক্ষণ জিম করে আবার বের হন।
বিসিবির ঘরোয়া টি-টুয়েন্টি টুর্নামেন্ট বঙ্গবন্ধু কাপে খেলতে গত বৃহস্পতিবার দিবাগত রাতে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন সাকিব।
নভেম্বরে শুরু হতে যাচ্ছে বিসিবির টি-টুয়েন্টি আসর। এক বছর অপেক্ষার পর ক্রিকেটে ফিরে টাইগার তারকা পাবেন ছোট ফরম্যাটের ক্রিকেটে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শের সুযোগ।
বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টি-টুয়েন্টিতে পাঁচ হাজারি ক্লাবে প্রবেশ করতে সাকিবের দরকার মাত্র ৩০ রান। ৩০৮ ম্যাচে তিনি করেছেন ৪,৯৭০ রান। এই রান করেছেন ঘরোয়া ক্রিকেট ও বিপিএল, আইপিএল, বিগ ব্যাশ, সিপিএল, পিএসএলের মতো ফ্র্যাঞ্চাইজি আসরে খেলে।
আনুষ্ঠানিকভাবে ক্রিকেটে ফেরার অপেক্ষায় থাকা সাকিব আন্তর্জাতিক ম্যাচে নামার আগেই একটি সুসংবাদও পেয়েছেন। বাঁহাতি তারকাকে ওয়ানডেতে সেরা অলরাউন্ডারের সিংহাসন ফিরিয়ে দিয়েছে আইসিসি।
আইসিসির সবশেষ প্রকাশিত ওডিআই অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয়জন থেকে বেশ বড় ব্যবধানেই এগিয়ে আছেন সাকিব। তার রেটিং ৩৭৩। নিষিদ্ধ করার পর আইসিসি তার নাম তিন ফরম্যাটের সেরা অলরাউন্ডারের তালিকা থেকে সরিয়ে নেয়।

Comments

comments