বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করতে যুক্তরাষ্ট্রে দ. কোরিয়া পররাষ্ট্রমন্ত্রী
পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ০৯/১১/২০২০ , ১২:৩০ অপরাহ্ণ | বিভাগ: আন্তর্জাতিক


মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নবনির্বাচত জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করার আগ্রহ বেড়েছে বিদেশি নেতাদের মধ্যে। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের আগেই বাইডেনের ঘনিষ্টজনদের সঙ্গে সাক্ষাৎ সেড়ে নিতে চাচ্ছেন অনেকে। এরমধ্যেই রোববার যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী কং কিউং-ওয়া।
তিনি বলেন, দক্ষিণ কোরিয়া প্রসঙ্গে নতুন মার্কিন সরকার কোনরকম নীতিমালা গ্রহণ করবে তা বলা যাচ্ছে না। এ সম্পর্কে মন্তব্য করারও কোনো সময় হয়নি।
তিনি আরো বলেন, বাইডেনের বেশ কয়েকজন সহযোগীর সঙ্গে আমার আলাপ হয়েছে। আমার মনে হয়না কোরিয়া নিয়ে মার্কিন প্রশাসনের নীতিতে কোনো পরিবর্তন আসতে যাচ্ছে। দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়টি গত তিন বছরের বিভিন্ন অগ্রগতি ও অর্জনের ভিত্তিতে তৈরি করা উচিত।
এদিকে, জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জ ইন। রোববার এক টুইটে তিনি, মূল্যবোধ ও ভবিষ্যৎ সম্পর্কের ভিত্তিতে বাইডেন প্রশাসনের সঙ্গে কাজ করার আগ্রহের কথা জানিয়েছেন।