পশ্চিম বাগদাদে আইএসের হামলায় নিহত ১১, আহত ৮
পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ০৯/১১/২০২০ , ১১:৩০ পূর্বাহ্ণ | বিভাগ: আন্তর্জাতিক


ইরাকের পশ্চিম বাগদাদে রাষ্ট্রীয় সমর্থিত উপজাতি বাহিনীর ওপর জঙ্গিগোষ্ঠী আইএসের হামলায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও আটজন।
রোববার (৯ নভেম্বর) দিন শেষে এ হামলার ঘটনা ঘটে বলে নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।
জানা গেছে, বাগদাদ বিমানবন্দরের কাছে রাজধানীর দক্ষিণ শহরতলিতে আল-রাদওয়ানিয়াহ এলাকায় অবস্থানরত হাশদ ফোর্সের ওপর গ্রেনেড নিক্ষেপ ও গুলি চালায় জঙ্গিরা।
একটি নিরাপত্তা সূত্র জানায়, পর্যবেক্ষণ টাওয়ারে হামলা চালিয়ে হাশদ ফোর্সের পাঁচ সদস্য এবং ছয় বেসামরিক নাগরিককে হত্যা করে আইএস।
নিহতের বিষয়টি নিশ্চিত করে একজন চিকিৎসক এএফপিকে জানান, আহত আটজনকে মধ্য বাগদাদের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
অবশ্য হামলার বিষয়ে তাৎক্ষণিক আইএসের পক্ষ থেকে দায় স্বীকার করা হয়নি।
আইএস ২০১৪ সালে ইরাকে এক-তৃতীয়াংশ এলাকায় অভিযান চালিয়ে উত্তর ও পশ্চিম ইরাকের গুরুত্বপূর্ণ শহরগুলো দখলে নেয়। একপর্যায়ে তারা রাজধানী বাগদাদের উপকণ্ঠে পৌঁছে যায়।
যুক্তরাষ্ট্রের নেতৃত্বে জোট বাহিনীর অধীনে তিন বছরের ভয়াবহ লড়াইয়ের পর ২০১৭ সালে আইএসকে পরাজিত করার ঘোষণা দেয় ইরাক।