আজ: ৫ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, সোমবার, ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই জিলকদ, ১৪৪৪ হিজরি, ভোর ৫:৪৬
সর্বশেষ সংবাদ
আন্তর্জাতিক আফগানিস্তানে ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরনে নিহত ৪

আফগানিস্তানে ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরনে নিহত ৪


পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ০৯/১১/২০২০ , ১১:৫৫ পূর্বাহ্ণ | বিভাগ: আন্তর্জাতিক


ফের বিস্ফোরণ আফগানিস্তানে। সে দেশের দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহারে গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ৪ জনের মৃত্যু হল। আহত হয়েছেন আরও জনা তিরিশেক মানুষ।
রবিবার রাতে ঘটে এই বিস্ফোরণ। স্থানীয় নিরাপত্তা বিষয়ক সূত্র জানিয়েছে, কান্দাহারের মাইওয়ান্দ জেলায় শাহরা ব্যাটালিয়নই ছিল সন্ত্রাসবাদীদের নিশানায়। হতাহতের মধ্যে সেনাকর্মী ছাড়াও বহু সাধারণ মানুষও রয়েছেন বলে জানা গিয়েছে। কান্দাহারের মীরওয়াইস হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, বিস্ফোরণে জখম হয়েছেন ২৪ জন। তাঁদের মধ্যে ১৩ জন পুলিশ অফিসার ও ১১ জন সাধারণ মানুষ।
সূত্র আরও জানিয়েছেন, মৃতের সংখ্যা কমপক্ষে চার। তাঁদের মধ্যে আছেন দুই মহিলা, একজন পুরুষ ও একটি শিশু। বিস্ফোরণে বহু দোকানপাট ও বাড়িঘর ভেঙে পড়েছে। এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নীচে আটকে রয়েছেন। তার ফলে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার সকালে কান্দাহার পুলিশের তরফে জানানো হয়, বিস্ফোরণে জখম হয়েছেন তিনজন সেনা জওয়ান। এখনও পর্যন্ত কোনও সন্ত্রাসবাদী সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি।

Comments

comments