আজ: ৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, সকাল ১১:৩১
সর্বশেষ সংবাদ
জেলা সংবাদ সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু

সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু


পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ০৮/১১/২০২০ , ৪:০২ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ


সিরাজগঞ্জ-ঈশ্বরদী রেলপথের রেলগেইট এলাকায় ট্রেনে কাটা পড়ে মনজিলা বেগম (৩৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া পুবপাড়ার আমিনুল তালুকদারের স্ত্রী। সিরাজগঞ্জ জিআরপি থানার এসআই আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ রবিবার সকালে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন সিরাজগঞ্জ থেকে ঢাকা যাচ্ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ সময় পারিবারিক কলহের কারণে মনজিলা ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

Comments

comments