আজ: ১১ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, রবিবার, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ২২শে জিলকদ, ১৪৪৪ হিজরি, ভোর ৫:৫৪
সর্বশেষ সংবাদ
আইন ও বিচার, রাজধানী জুড়ে রাজধানীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার


পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ০৮/১১/২০২০ , ১:২৩ অপরাহ্ণ | বিভাগ: আইন ও বিচার,রাজধানী জুড়ে


রাজধানীর পল্টন থানার শান্তিনগর এলাকায় টুইন টাওয়ারের বাসা থেকে নাহিদ রহমান জলি (৪৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ শনিবার বিকালে তার লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ওই নারীর স্বজনদের দাবি, আত্মহত্যা নয়, তাকে হত্যা করা হতে পারে।
এদিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ওই নারীর স্বামী হাবিবুর রহমান সমরকে আটক করেছে।
পল্টন থানার এসআই শাহআলম জানান, শনিবার দুপুরে ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পাই শান্তিনগর টুইন টাওয়ারে একটি বাসায় দরজা খুলছেন না এক নারী। সেখানে গিয়ে দরজা ভেঙে ফ্যানের সঙ্গে উড়না দিয়ে ওই নারীর ঝুলন্ত লাশ দেখতে পাই। পরে লাশ উদ্ধার করে ঢামেক হাসপাতাল মর্গে পাঠাই। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
তিনি আরও জানান, মৃত নারীর পরিবারের অভিযোগের ভিত্তিতে স্বামী সমরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় রাখা হয়েছে।

Comments

comments