বোয়ালখালীতে জাতীয় সমবায় দিবস পালিত
পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ০৮/১১/২০২০ , ১০:৫০ পূর্বাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ


বোয়ালখালীতে ‘‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এ প্রতিপাদ্যে পালিত হয়েছে জাতীয় সমবায় দিবস।
শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা বিআরডিবি হল রুমে উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল পদ্ধতিতে বক্তব্য রাখেন চট্টগ্রাম-৮ আসনের সাংসদ মোছলেম উদ্দীন আহমেদ।
উপজেলা যুবউন্নয়নের ক্রেডিট অফিসার মো. শাহাবুদ্দীনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম, ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এসএম সেলিম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, উপজেলা শিক্ষা কর্মকর্তা অজন্তা ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা রাসেল চৌধুরী।
সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন কধুরখীল কো-অপারেটিভ সোসাইটি লি.এর পক্ষে অরূপ চৌধুরী মিল্টন ও উত্তরভূর্ষি কো-অপারেটিভ সোসাইটি লি.এর অরুন চৌধুরী।
এ সময় ২০২০ সালে সফল সমবায়ী হিসেবে ১৩ সমবায় প্রতিষ্ঠানকে সমবায় পুরস্কার প্রদান করা হয়।