আজ: ৫ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, সোমবার, ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই জিলকদ, ১৪৪৪ হিজরি, ভোর ৫:৩৩
সর্বশেষ সংবাদ
আন্তর্জাতিক আমিই প্রথম ভাইস প্রেসিডেন্ট কিন্তু শেষ নই: কমলার বার্তা

আমিই প্রথম ভাইস প্রেসিডেন্ট কিন্তু শেষ নই: কমলার বার্তা


পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ০৮/১১/২০২০ , ১:১৪ অপরাহ্ণ | বিভাগ: আন্তর্জাতিক


জো বাইডেনের রানিং মেট হিসেবে জোড়া রেকর্ড গড়েছেন তিনি। আমেরিকায় ইতিহাসে প্রথম মহিলার পাশাপাশি হতে চলেছেন প্রথম অ-শ্বেতাঙ্গ ভাইস প্রেসিডেন্টও। কমলা হ্যারিস অবশ্য মনে করেন, তাঁর এই জয়েই আমেরিকার মহিলাদের রাজনৈতিক সাফল্য সীমাবদ্ধ থাকবে না।
ভোটের ফলাফল স্পষ্ট হওয়ার পরে ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট নেত্রী শনিবার রাতে বলেন, ‘‘হতে পারে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট পদে আমিই প্রথম মহিলা। কিন্তু আমিই শেষ নই।’’ নির্বাচনে তাঁর এবং বাইডেনের জয়কে ‘ঐতিহাসিক’ বর্ণনা করে কমলার মন্তব্য, ‘‘আজ রাতে প্রতিটি ছোট্ট মেয়ে দেখতে পাচ্ছে, এটি (আমেরিকা) একটি সম্ভাবনাময় দেশ।’’ তাঁর দাবি, এক শতক আগে আমেরিকার মহিলাদের ভোটাধিকার প্রাপ্তির মাধ্যমে যে নতুন ধারার সূচনা হয়েছিল, তা এত তাড়াতাড়ি শেষ হবে না।
প্রসঙ্গত, ভোটগণনা চলাকালীনই কমলার সঙ্গে তাঁর নাতনির কথোপকথনের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল। ১২ সেকেন্ডের ওই ভিডিয়োতে ছোট্ট নাতনিকে কমলা বলছেন, ‘তোমার যখন ৩৫ বছর বয়স হবে, তুমি আমেরিকার প্রেসিডেন্ট পদের যোগ্য হয়ে উঠবে’।
জাতি এবং বর্ণের সীমারেখা পেরিয়ে শ্বেতাহ্গ, আফ্রো-আমেরিকান, এশীয় বংশোদ্ভূত এবং দক্ষিণ আমেরিকা থেকে আসা অভিবাসী পরিবারের ছোট্ট মেয়েদের কাছে ‘ভিকট্রি স্পিচ’-এ কমলার আবেদন, ‘‘তোমরা স্বপ্ন দেখ।’’ সে দেশের রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ অবশ্য ইতিমধ্যেই বলছেন, কমলার এই জয় আমেরিকার রাজনৈতিক ইতিহাসে মহিলাদের অগ্রগতির ক্ষেত্রে এক নতুন যুগের সূচনা করবে।
বক্তৃতায় তাঁর মা প্রয়াত গোপালন শ্যামলাকে স্মরণ করে কমলা বলেন, ‘‘সম্ভবত এমন মুহূর্তের কথা তিনি কল্পনাও করেননি।’’ প্রসঙ্গত, তামিলনাডুর বাসিন্দা শ্যামলা মাত্র ১৯ বছর বয়সে আমেরিকায় চলে গিয়েছিলেন। চিকিৎসাবিজ্ঞানী হিসেবে আমেরিকায় পরিচিতি ছিল তাঁর। ২০০০৯ সালে শ্যামলা মারা যান।
প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডেমোক্র্যাট প্রার্থী বাইডেন তাঁর প্রচারে আমেরিকা থেকে ‘নিয়মতান্ত্রিক বর্ণবৈষম্যের শিকড়’ উপড়ে ফেলার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পালন করা হবে বলেও আশ্বাস দেন কমলা। সেই সঙ্গে বাইডেনকে বর্তমান আমেরিকার সেরা নেতা বলে বর্ণনা করে জনতার উদ্দেশে তাঁর মন্তব্য, ‘‘আপনারা এমন একজনকে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত করেছেন, যিনি আমাদের মধ্যে সেরা।’’

Comments

comments