মেসির দুর্দান্ত পারফরমেন্স, চার ম্যাচ পর লা-লিগায় বার্সার জয়
পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ০৮/১১/২০২০ , ৯:৩৪ পূর্বাহ্ণ | বিভাগ: খেলাধূলা


স্প্যানিশ লা লিগায় সময়টা ভালো যাচ্ছিলো বার্সেলোনার। নামতে নামতে পয়েন্ট টেবিলের ১২ নম্বরে চলে গিয়েছিল স্প্যানিশ জায়ান্ট এই দলটি। শেষ চার ম্যাচের ফলগুলো ছিল যথাক্রমে ড্র, পরাজয়, পরাজয় ও ড্র।
ঘুরে দাঁড়াতে প্রয়োজন ছিল বড় জয়। শনিবার রাতে ঠিক তেমনই এক জয় পেল কাতালান ক্লাবটি। লিওনেল মেসির জোড়া গোলে টানা চার ম্যাচ পর স্প্যানিশ লা লিগায় জিতেছে বার্সেলোনা।
ক্যাম্প ন্যুয়ে রিয়াল বেতিসকে পাঁচ দুই গোলে হারিয়েছে রোনাল্ড কোমানের দল।
লিওনেল মেসিকে বেঞ্চে রেখেই দল সাজিয়েছিলেন রোনান্ড কোমান। ম্যাচের ২২ মিনিটে ওসমান ডেম্বেলের অসাধারণ গোলে লিড পায় বার্সেলোনা। ফার্স্ট হাফের লেজে এসে গোল শোধ করে দেয় বেতিস।
দ্বিতীয়ার্ধের ১২ মিনিটের ব্যবধানে বেতিসের জালে আরো দুবার বল জমা করেন আতোয়ান গ্রিজমান আর লিওনেল মেসি। তিন একে এগিয়ে যায় কাতালানরা। ৭৩ মিনিটে আরো এক গোল শোধ দিয়ে খেলা জমিয়ে দেয় রিয়াল বেতিস। তবে মেসির জোড়া পুরণ আর পেদ্রির গোলে পাঁচ দুইয়ের বড় জয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।