আজ: ২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ, সোমবার, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৯ই জিলকদ, ১৪৪৪ হিজরি, রাত ১২:৪৪
সর্বশেষ সংবাদ
আন্তর্জাতিক বাইডেনকে মোদির অভিনন্দন, বিরোধ ভুলে কমলাকেও শুভেচ্ছা বার্তা

বাইডেনকে মোদির অভিনন্দন, বিরোধ ভুলে কমলাকেও শুভেচ্ছা বার্তা


পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ০৮/১১/২০২০ , ১০:২২ পূর্বাহ্ণ | বিভাগ: আন্তর্জাতিক


দিন তিনেকের টানটান লড়াইয়ের পর অবশেষে হোয়াইট হাউস দখল করলেন জো বাইডেন। আর সঙ্গে সঙ্গেই বয়ে গেল অভিনন্দনের বন্যা। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত জো বিডেনকে অভিনন্দন জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। ‘বন্ধু’ ট্রাম্প পরাজিত হলেও, ‘ভারতবন্ধু’ বাইডেনের সঙ্গে একসঙ্গে কাজ করার বার্তা দিলেন মোদি।
রোববার একটি টুইট করে ভারতের প্রধানমন্ত্রী লেখেন, “অভিনন্দন জো বাইডেন। ভাইস প্রেসিডেন্ট থাকাকালীন ভারত-আমেরিকা সম্পর্ক মজবুত করতে আপনার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে আমি আপনার সঙ্গে কাজ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছি।”
https://twitter.com/narendramodi/status/1325145433828593664/photo/1?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1325145433828593664%7Ctwgr%5Eshare_3&ref_url=http%3A%2F%2Fwww.abnews24.com%2Finternational%2F102898%2FE0A6ACE0A6BEE0A687E0A6A1E0A787E0A6A8E0A695E0A787-E0A6AEE0A78BE0A6A6E0A6BFE0A6B0-E0A685E0A6ADE0A6BFE0A6A8E0A6A8E0A78DE0A6A6E0A6A8-E0A6ACE0A6BFE0A6B0E0A78BE0A6A7-E0A6ADE0A781E0A6B2E0A787-E0A695E0A6AEE0A6B2E0A6BEE0A695E0A787E0A693-E0A6B6E0A781E0A6ADE0A787E0A69AE0A78DE0A69BE0A6BE-E0A6ACE0A6BEE0A6B0E0A78DE0A6A4E0A6BE
টুইটারে তিনি লেখেন, “ভারতীয় বংশোদ্ভূত মার্কিনিদের জন্য আপনার সফলতা অত্যন্ত গর্বের। আপনার নেতৃত্ব ও সমর্থনে ভারত-আমেরিকা সম্পর্ক আরও মজবুত হবে।”
বলে রাখা ভাল, কাশ্মীরের বিশেষ মর্যাদা রদ করা নিয়ে নয়াদিল্লিকে তুলোধোনা করেছিলেন কমলা। তবে কূটনীতির আঙিনায় দাঁড়িয়ে বিরোধী কমলা ও ভাইস প্রেসিডেন্ট কমলার মধ্যে পার্থক্য যে থাকবে তা বলাই বাহুল্য। বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও।
উল্লেখ্য, বারাক ওবামার প্রশাসনে ভাইস প্রেসিডেন্ট পদে বসার আগেও ভারতের সঙ্গে সম্পর্ক মজবুত করায় জোর দিয়েছিলেন বাইডেন। পরে ওবামার সঙ্গে জোট বেঁধে নয়াদিল্লি-ওয়াশিংটন সম্পর্ক নয়া উচ্চতায় নিয়ে যান তিনি। এমনকী, ২০০৬ সালে ভাইস প্রেসিডেন্ট হওয়ার আগেই ভারত-আমেরিকা নিয়ে নিজের ‘ভিশন’ প্রকাশ করেছিলেন তিনি। সেবার বাইডেন বলেছিলেন, “২০২০ সালে ভারত ও আমেরিকা অত্যন্ত কাছাকাছি চলে আসবে। এটাই আমার স্বপ্ন।”
ভারত-আমেরিকা অসামরিক আণবিক চুক্তি নিয়ে শুরুতে কিছুটা আপত্তি করেছিলেন ওবামা। কিন্তু চুক্তির সমর্থনে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের সঙ্গে আলোচনা চালিয়ে ২০০৮ সালে ওই ঐতিহাসিক চুক্তি করান তিনি। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের সদস্যপদের সমর্থনে বারবার সওয়াল করেছেন বাইডেন। ওবামা ও বিডেন জুটির আমলেই ভারতকে তকমা দেয় আমেরিকা। সব মিলিয়ে আগামী দিনে ওয়াশিংটন-নয়াদিল্লি সম্পর্ক আরও মজবুত হবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

Comments

comments