আমি জনগণের প্রতি কৃতজ্ঞ: জয়ের পর বাইডেন
পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ০৭/১১/২০২০ , ১১:১২ অপরাহ্ণ | বিভাগ: আন্তর্জাতিক


বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। এর পরপরই বাইডেন বলেছেন, আমার ও ভাইস প্রেসিডেন্টের প্রতি আমেরিকার জনগণ যে আস্থা রেখেছে, আমি তাদের প্রতি কৃতজ্ঞ।
শনিবার পেনসিলভানিয়া জয়ের পর এমন মন্তব্য জানিয়েছেন জো বাইডেন। তিনি বলেছেন, আমি জনগণের এ রায়ে গর্বিত। আমেরিকান নাগরিকরা ব্যাপক বাধার মুখে রেকোর্ড সংখ্যক ভোট দিয়েছেন আমাকে। এটি আবারও প্রমাণ করে, গণতন্ত্র আমেরিকানদের হৃদয়ের গভীরে।
টুইট বার্তায় বাইডেন আরও বলেন, আপনারা আমাকে আপনাদের মহান এই রাষ্ট্র নেতৃত্ব দেওয়ার সুযোগ দিয়েছেন। আমি কথা দিচ্ছি, আমি আমেরিকার প্রেসিডেন্ট হবো। তাতে কে ভোট দিয়েছেন বা দেন নি তা বিবেচনায় আনবো না।
America, I’m honored that you have chosen me to lead our great country.
The work ahead of us will be hard, but I promise you this: I will be a President for all Americans — whether you voted for me or not.
I will keep the faith that you have placed in me. pic.twitter.com/moA9qhmjn8
— Joe Biden (@JoeBiden) November 7, 2020
সংবাদ সংস্থা এপির দেওয়া তথ্য মতে, পেনসিলভানিয়ায় জয়ের পর আরও ২০ ইলেকটোরাল ভোট পেয়েছেন বাইডেন। এতে তার মোট ইলেকটোরাল ভোট দাঁড়ায় ২৮৪টি। যেখানে ২৭০ ছিল ম্যাজিক ফিগার। অর্থাৎ এই ফিগার পরিমান ভোট নিয়ে যেতে পারে প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউজে।