আজ: ২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ, সোমবার, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৯ই জিলকদ, ১৪৪৪ হিজরি, রাত ১:১৯
সর্বশেষ সংবাদ
জাতীয়, প্রধান সংবাদ, বাংলাদেশ পরিবেশ উপমন্ত্রীসহ ৫ সাংসদ একসঙ্গে করোনায় আক্রান্ত

পরিবেশ উপমন্ত্রীসহ ৫ সাংসদ একসঙ্গে করোনায় আক্রান্ত


পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ০৭/১১/২০২০ , ৯:৪০ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়,প্রধান সংবাদ,বাংলাদেশ


বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য পরিবেশ বন ও জলবায়ু উপমন্ত্রী হাবিবুন নাহারসহ ৫ জন সংসদ সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। জাতীয় সংসদের বিশেষ অধিবেশনকে সামনে রেখে নমুনা পরীক্ষায় তাদের করোনা পজিটিভ এসেছে। আক্রান্ত সকলেই সরকারি দল আওয়ামী লীগের সংসদ সদস্য।

সংশ্লিষ্ট সূত্র মতে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ-২০২০) উপলক্ষে আহুত সংসদের বিশেষ অধিবেশনকে সামনে রেখে সকল সংসদ সদস্যের করোনা টেস্ট করানোর নির্দেশনা দেওয়া হয়। জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে নমুন সংগ্রহ করা হয়।

নমুনা পরীক্ষার পর আজ শনিবার পাওয়া ফলাফলে উপমন্ত্রী ছাড়াও ঢাকা-১০ আসনের সংসদ সদস্য মো. শফিউল ইসলাম, পাবনা-৪ আসনের মো. নূরুজ্জামান বিশ্বাস এবং সংরক্ষিত নারী আসনের তাহমিনা বেগম ও নাদিরা ইয়াসমিন জলির রিপোর্ট করোনা পজিটিভ এসেছে। এ ছাড়া দুই জন সাংবাদিক ও কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানা গেছে।

সংসদ সচিবালয় সূত্র জানায়, ওই ৫ জন ছাড়াও সাবেক হুইপ শহীদুজ্জামান সরকার, শেখ হেলাল ও আবু জাহিরসহ বেশ কয়েকজন সংসদ সদস্য করোনা আক্রান্ত আছেন। এমপিসহ করোনা আক্রান্ত সকলকে সংসদ অধিবেশনে না আসার নির্দেশনা দেওয়া হয়েছে। তাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হয়েছে।

Comments

comments