আজ: ৫ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, সোমবার, ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই জিলকদ, ১৪৪৪ হিজরি, ভোর ৫:২৩
সর্বশেষ সংবাদ
অপরাধ, আইন ও বিচার পৌনে ৩ কেজি স্বর্ণ ও বিপুল পরিমাণ দামি মোবাইলসহ ৫ যাত্রী আটক

পৌনে ৩ কেজি স্বর্ণ ও বিপুল পরিমাণ দামি মোবাইলসহ ৫ যাত্রী আটক


পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ০৭/১১/২০২০ , ৮:৩৪ অপরাহ্ণ | বিভাগ: অপরাধ,আইন ও বিচার


শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌনে ৩ কেজি স্বর্ণসহ বিপুল পরিমাণ মোবাইল সেট জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক করা হয়েছে ৫ যাত্রীকে।

বিমানবন্দর আর্মড পুলিশ জানিয়েছে, জব্দ ওই মালামালের আনুমানিক বাজার মূল্য দুই কোটি টাকা। শনিবার সকালে দুবাই থকে এমিরেটস এয়ারে ঢাকায় আসে ৫ যাত্রী। সন্দেহভাজন গতিবিধি দেখে তাদের তল্লাশি করে বিমানবন্দর আর্মড পুলিশ। এসময় তাদের কাছে স্বর্ণ ও ৯২টি দামি ব্র্যান্ডের মোবাইল সেট পাওয়া যায়। এসব মালামাল জব্দ করা হয়। এসব মালামাল শুল্ক ফাঁকি দিয়ে আনা হয়েছিল বলে দাবি করেছে পুলিশের।

বিমানবন্দর এপিবিএন’র সিনিয়র এএসপি আলমগীর হোসেন শিমুল বলেন, ভোর পাঁচটায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাই থেকে শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন মো. আমির হোসেন, মাহাবুব রহমান, আব্দুর রহমান সরকার, মো. জাকির হোসেন ও আব্দুর রহমান। গ্রিন চ্যানেল পেরিয়ে যাওয়ার সময় সন্দেহ হওয়ায় এপিবিএন সদস্যরা তাদের জিজ্ঞাসাবাদ করেন। পরে তল্লাশির এক পর্যায়ে তাদের কাছ থেকে দুই কেজি ৬৭৫ গ্রাম স্বর্ণালঙ্কার, স্বর্ণ বার এবং ৯২টি মোবাইল ফোন জব্দ করা হয়। যার মূল্য প্রায় ২ কোটি টাকা।

Comments

comments