আজ: ৫ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, সোমবার, ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই জিলকদ, ১৪৪৪ হিজরি, রাত ৪:৫৮
সর্বশেষ সংবাদ
জেলা সংবাদ, ধর্ম কথন ফ্রান্সে মহানবী (সা.) অবমাননার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ সমাবেশ

ফ্রান্সে মহানবী (সা.) অবমাননার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ সমাবেশ


পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ০৭/১১/২০২০ , ৬:৪২ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ,ধর্ম কথন


খাগড়াছড়ি পার্বত্য জেলার ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী সা. এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে খাগড়াছড়িতে বিশাল বিক্ষোভ সমাবেশ করেছে জেলা ইমাম ওলামা ঐক্য ফোরাম। গতকাল শুক্রবার(৬ই নভেম্বর) জুমার নামাজের পর খাগড়াছড়ি মুক্তমঞ্চে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি কোর্ট জামে মসজিদের সাবেক খতীব মাওলানা একে এম আহমদ উল্লাহ।
বিক্ষোভ সমাবেশে খাগড়াছড়ি পৌরসভার কোর্ট জামে মসজিদ, খাগড়াছড়ি বাজার কেন্দ্রীয় শাহী মসজিদ, বায়তুশ শরফ মাদ্রাসা জামে মসজিদ, পুরাতন পুলিশ লাইন্স জামে মসজিদ, কলাবাগান যুবসমাজ সহ সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তাগণ বলেন, যুগে যুগে মহান আল্লাহ এ পৃথিবীতে অসংখ্য অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। অন্ধকারাচ্ছন্ন আইয়ামে জাহেলিয়াতের বর্বরতার যুগে হেদায়েতের আলো নিয়ে পৃথিবীর মধ্য এসেছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মহানবী সা.। হযরত মুহাম্মদ সা.কে মুসলমানরা তাদের জীবন থেকেও সবচেয়ে বেশি ভালোবাসেন। বিশ্ব নবীর অবমাননা মুসলমানরা বরদাশত করবে না। ফ্রান্স সরকার বিশ্বনবীর ব্যঙ্গচিত্র প্রকাশের মাধ্যমে চরম সীমা লঙ্ঘন করেছে। ইমানুয়েল ম্যাক্রোঁ বিশ্ব মুসলিমের কাছে ক্ষমা না চাইলে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে। ক্ষমা না চাওয়া পর্যন্ত ফ্রান্সের সাথে সরকারেকে সর্বপ্রকার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন এবং পণ্য আমদানি বন্ধ করার জন্য উদাত্ত আহ্বান জানান।
মাওলানা আরমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো: রফিকুল আলম, খাগড়াছড়ি ইমাম-ওলামা ফোরামের আহ্বায়ক মাওলানা হাবিবুল্লাহ জাহাঙ্গীর, সদস্য সচিব মাওলানা আবু ওসমান, খাগড়াছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আব্দুন নবী হক্কানী, খাগড়াছড়িতে পুরাতন জামে মসজিদের খতীব মাওলানা মুফতি ইমাম উদ্দিন কাসেমী, মাওলানা মুহিউদ্দীন মাওলানা মাওলানা আবু তাহের আনসারী, সালেহ আহমদ হক্কানী, মাওলানা আলমগীর হোসাইন, মাওলানা সালাউদ্দিন, মাওলানা শরিয়ত উল্লাহ বুলবুলি, মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা আবুল বাশার জিহাদী, মাওলানা হাফেজ দেলোয়ার হুসেন, মাওলানা আলী হোসেন করিমী প্রমুখ।
সমাবেশ শেষে এক বিশাল বিক্ষোভ মিছিল খাগড়াছড়ি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে এসে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।

Comments

comments