আজ: ২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ, সোমবার, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৯ই জিলকদ, ১৪৪৪ হিজরি, রাত ১:১৭
সর্বশেষ সংবাদ
বাংলাদেশ মহানবী (সা.) কে অবমাননার প্রতিবাদে চিরিরবন্দরে মানববন্ধন ও বিক্ষোভ

মহানবী (সা.) কে অবমাননার প্রতিবাদে চিরিরবন্দরে মানববন্ধন ও বিক্ষোভ


পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ০৭/১১/২০২০ , ৬:৫০ অপরাহ্ণ | বিভাগ: বাংলাদেশ


ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) কে অবমাননা করে ব্যঙ্গাতœক কার্টুন প্রদর্শনের প্রতিবাদে উপজেলার পুনট্টি ইউনিয়নে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের আমতলীবাজারে রাবেতা ওলামাউল মাদারিস চিরিরবন্দর উপজেলা শাখা এক বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের আয়োজন করে।

আজ শনিবার বিকেল ৩টায় এক বিক্ষোভ মিছিল ও মানববন্ধন শুরু হয় এবং বিকেল সাড়ে ৪টায় সমাবেশ শেষ হয়।
মানববন্ধন ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে মাও. মতিয়ার রহমান কাসেমী, বিশেষ অতিথি হিসেবে জেলা ইমাম সমিতির সভাপতি মাও. রফিকুল্যাহ মাজহারী এবং অন্যান্যের মধ্যে রাবেতা ওলামাউল মাদারিস চিরিরবন্দর উপজেলা শাখার সভাপতি মাও. আনোয়ারুল ইসলাম, সম্পাদক মাও. জিয়াউল হক, আব্দুল আহাদ প্রমূখ বক্তব্য রাখেন।
মানববন্ধনে ১০ সহ¯্রাধিক ধর্মপ্রাণ মুসলিম অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা ফ্রান্সের সকল ধরণের পণ্য বর্জনের আহ্বান জানিয়ে সরকারকে ফ্রান্সের সাথে সব ধরণের সম্পর্ক ছিন্ন করার দাবি জানান।

Comments

comments