কাপাসিয়ায় জাতীয় সমবায় দিবস পালিত
পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ০৭/১১/২০২০ , ৬:১৯ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ


‘বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায়ীদের আয়োজনে ৪৯ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে সনদ, ঋণ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ দিবস উপলক্ষে আলোচনা সভা হয় ।
উপজেলা নির্বাহী অফিসার মোসা: ইসমত আরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এড,মোঃ আমানত হোসেন খান,উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান,
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির লি: চেয়ারম্যান মো: সোলায়মান সরকার, উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ গোলাম মোর্শেদ মৃধা, অধ্যক্ষ তাজ উদ্দীন, অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার এস এম ফাতেমা,সমবায় রাজিয়া,কামাল হোসেন, সাংবাদিক ন্রূুল আমীন সিকদার প্রমুখ।