মানিকগঞ্জের ঘিওরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ০৭/১১/২০২০ , ৬:২০ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ


মানিকগঞ্জ ঘিওরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির নাম নুসরাত, যার বয়স দুই। আজ শনিবার (৭ই নভেম্বর) বিকেলে উপজেলার বানিয়াজুরি গ্রামে এঘটনা ঘটে। নিহত নুসরাত ওই গ্রামের মোঃ সোলায়মানের মেয়ে।
নুসরাতের বাবা সোলায়মান জানান, বিকালে নুসরাত পরিবারের সবার চোখ ফাঁকি দিয়ে বাড়ির পাশের ডোবার পানিতে পরে যায়। অনেক খোঁজাখুজির পর ডোবার পানি থেকে উদ্ধার করে স্থানীয় মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। বাদ মাগরিব নামাজে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।