আজ: ২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ, সোমবার, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৯ই জিলকদ, ১৪৪৪ হিজরি, রাত ২:৪৭
সর্বশেষ সংবাদ
জেলা সংবাদ লালমনিরহাটে মদ্যপানে ২ জনের মৃত্যু

লালমনিরহাটে মদ্যপানে ২ জনের মৃত্যু


পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ০৭/১১/২০২০ , ৪:০৪ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ


লালমনিরহাটের কালীগঞ্জে বিষাক্ত মদ পান করে ২ জনের মৃত্যু হয়েছে। এ সময় আরো ৩ জন অসুস্থ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গতকাল শুক্রবার রাতে ওই উপজেলার চলবালা ইউনিয়নের বানেরকুড়া এলাকায় এ ঘটনা ঘটে। শনিবার সকালে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাদের মৃত্যু ঘটে।

চলবালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান মিজু বলেন, ধারনা করা হচ্ছে ওই এলাকার ৫ জন বাসিন্দা বিষাক্ত মদ পান করে অসুস্থ হয়ে পড়ে। শনিবার সকালে সবাইকে কালীগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পথে বাকটু’র পুত্র রঞ্জিত (৪২) ও খয়বর আলী’র পুত্র হাবিবুর রহমান (৩৫) মারা যায়। বাকি ৩ জন বেলাল, সেকেন্দার ও সবুজকে প্রথমে স্থানীয় হাসপাতালে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত্যু ও অসুস্থ সবার বাড়ি ওই গ্রামে বলে জানান ইউনিয়ন চেয়ারম্যান মিজানুর রহমান মিজু।

কালীগঞ্জ থানার ওসি আরজু সাজ্জাদ হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Comments

comments