আজ: ২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ, সোমবার, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৯ই জিলকদ, ১৪৪৪ হিজরি, রাত ২:১৬
সর্বশেষ সংবাদ
বিনোদন প্রকাশ্যে ‘ফেলুদা ফেরত’ ওয়েব সিরিজের ফার্স্ট লুক

প্রকাশ্যে ‘ফেলুদা ফেরত’ ওয়েব সিরিজের ফার্স্ট লুক


পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ০৭/১১/২০২০ , ৪:৫২ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


হালকা শীতের আলস্য কাটিয়ে নিজের মগজাস্ত্রে শান দিতে শুরু করুন। কারণ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ওয়েব দুনিয়ায় আসতে চলেছে ‘ফেলুদা ফেরত’। তোপসে, জটায়ুকে সঙ্গী করে প্রথমে ‘ছিন্নমস্তার অভিশাপ’-এর রহস্যের সমাধান করবেন ফেলুদা টোটা রায়চৌধুরী। প্রকাশ্যে এল ফার্স্ট লুক।
১৯৬৫ সালের ডিসেম্বর মাসের ‘সন্দেশ’ পত্রিকায় সত্যজিৎ রায়ের ফেলুদা সিরিজের প্রথম গল্প ‘ফেলুদার গোয়েন্দাগিরি’ প্রকাশিত হয়। তারপর থেকে বাঙালি পাঠক এবং দর্শকদের মনে চিরন্তন জায়গা করে নিয়েছেন প্রদোষ চন্দ্র মিত্র এবং তাঁর সঙ্গী তপেশরঞ্জন এবং এক এবং অদ্বিতীয় জটায়ু। স্রষ্টা সত্যজিৎ রায়ের হাত ধরেই সিনেমার পর্দায় উঠে এসেছে ফেলুদা। পরিচালক সত্যজিতের ফেলুদা ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তারপর একে একে সব্যসাচী চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায়ের মতো অভিনেতা এই জুতোয় পা গলান। গত বছর পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ফেলুদাকে ওয়েব দুনিয়ায় ফেরত আনার দায়িত্ব নেন। দু’টি গল্প বাছা হয় ১২ এপিসোডের সিরিজের জন্য ‘ছিন্নমস্তার অভিশাপ’ ও ‘যত কাণ্ড কাঠমাণ্ডুতে’।

https://twitter.com/addatimes/status/1324947601267961856/photo/1?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1324947601267961856%7Ctwgr%5Eshare_3&ref_url=http%3A%2F%2Fwww.abnews24.com%2Fentertainment%2F102799%2FE0A6AAE0A78DE0A6B0E0A695E0A6BEE0A6B6E0A78DE0A6AFE0A787-E0A6ABE0A787E0A6B2E0A781E0A6A6E0A6BE-E0A6ABE0A787E0A6B0E0A6A4-E0A693E0A79FE0A787E0A6AC-E0A6B8E0A6BFE0A6B0E0A6BFE0A69CE0A787E0A6B0-E0A6ABE0A6BEE0A6B0E0A78DE0A6B8E0A78DE0A69F-E0A6B2E0A781E0A695

নতুন এই সিরিজে ‘ছিন্নমস্তার অভিশাপ’ কাহিনিতে ফেলুদার ভূমিকায় টোটা রায় চৌধুরী ছাড়াও তোপসের চরিত্রে দেখা যাবে নবাগত কল্পন মিত্রকে। জটায়ুর ভূমিকায় অভিনয় করেছেন ‘একেন বাবু’ খ্যাত অনির্বাণ চক্রবর্তী। মহেশ চৌধুরীর চরিত্রে অভিনয় করেছেন ধৃতিমান চট্টোপাধ্যায়। বীরেন চৌধুরী বা কারান্ডিকার চরিত্রে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ঋষি কৌশিক। থাকছেন সমদর্শী দত্তও। ‘যত কাণ্ড কাঠমাণ্ডুতে’ আবার উৎপল দত্ত অভিনীত মগনলাল মেঘরাজের চরিত্রে দেখা যাবে খরাজ মুখোপাধ্যায়কে। সৃজিতের সিরিজের কথা ঘোষণা হওয়ার পর থেকেই ফেলুদার চরিত্রে কে অভিনয় করবেন? এই প্রশ্নের উত্তর পেতে মরিয়া হয়ে উঠেছিলেন অনেকে। জল্পনায় টলিউডের একাধিক অভিনেতার নাম উঠে এসেছিল। কিন্তু ‘ফিটনেস ফ্রিক’ টোটা রায় চৌধুরীকেই বেছে নেন সৃজিত মুখোপাধ্যায়। এর আগে সত্যজিৎ রায়ের জন্মদিন (২ মে) উপলক্ষে প্রকাশ করা হয়েছিল সিরিজের টাইটেল ট্র্যাক। ১৬ নভেম্বর প্রকাশ্যে আসবে থিয়েট্রিক্যাল ট্রেলার। আড্ডাটাইমসে দেখা যাবে সুরিন্দের ফিল্মস প্রযোজিত সিরিজটি।

Comments

comments