ভুরুঙ্গামারীতে জাতীয় সমবায় দিবস পালিত
পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ০৭/১১/২০২০ , ৫:০৪ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ


‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এ স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ৪৯ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে আজ শনিবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন,
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন মন্ডল, জেলা পরিষদ সদস্য মাসুদা ডেইজি, অফিসার ইনচার্জ মুহাঃ আতিয়ার রহমান। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিআরডিবি চেয়ারম্যান ফজলুল হক, উপজেলা সমবায় কর্মকর্তা নুর কুতুবুল আলম প্রমুখ।