আজ: ১১ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, রবিবার, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ২২শে জিলকদ, ১৪৪৪ হিজরি, সকাল ৭:৪১
সর্বশেষ সংবাদ
অপরাধ সিরাজগঞ্জে সরকারি কাজে বাঁধা : নারীসহ গ্রেফতার ৫

সিরাজগঞ্জে সরকারি কাজে বাঁধা : নারীসহ গ্রেফতার ৫


পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ০৭/১১/২০২০ , ৫:১০ অপরাহ্ণ | বিভাগ: অপরাধ


সিরাজগঞ্জে সরকারি কাজে বাঁধা দেয়ার ঘটনায় ৪ নারীসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সিরাজগঞ্জ সদর ওসি বাহাউদ্দিন ফারুকী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয় দৈনিক আজকের সিরাজগঞ্জ পত্রিকায় বৃহস্প্রতিবার “আইপিএল জুয়া সম্পর্কে একটি সংবাদ প্রকাশিত হয়। এ সংবাদ প্রকাশের পর গতকাল শুক্রবার সকালে পৌর এলাকার সয়াগোবিন্দ মহল্লার আলামিনসহ বেশকিছু লোকজন পত্রিকাটির স্টাফ রিপোর্টার নিশানকে হামলা করে এবং চাঁদা দাবি করা হয়।
এ বিষয়ে ওই পত্রিকার কর্তৃপক্ষ সংশ্লিষ্ট থানায় আলামিনসহ ৩ জনের নামে এজাহার দায়ের করা হয়। ওই দিন বিকেলে এসআই মেহেদী হাসানসহ একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে আলামিনকে গ্রেফতার করা হয়। এসময় পুলিশ সদস্যরা আলআমিন গংদের হামলার শিকার হন। এ ঘটনায় আরো ৪ নারীকে গ্রেফতার করা হয়।
আজ শনিবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে এসআই মেহেদী হাসান বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় আলামিনসহ ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

Comments

comments