শ্রীমঙ্গলে ৪৯তম জাতীয় সমবায় দিবস পালিত
পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ০৭/১১/২০২০ , ৫:১২ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ


বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’–এ প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রীমঙ্গলে নানা কর্মসুচির মধ্য দিয়ে ৪৯তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় দপ্তর ও সমবায়ীবৃন্দদের আয়োজনে এবং ব্র্যাকের সমবায় বিভাগের সমন্বিত উন্নয়ন কর্মসূচি, জীবিকা প্রকল্প-২ এর সহযোগিতায় সমবায়ের মাধ্যমে দারিদ্র বিমোচন, নারীর উন্নয়ন, ক্ষমতায়ন ও টেকসই উন্নয়ন শীর্ষক উদ্ধুদ্ধকরন আলোচনা সভা অনু্ষ্িঠত হয়।
এর আগে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চত্বর থেকে এক বার্ণাঢ্য র্যালী বের করা হয় এবং পরে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।
উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা সমবায় কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান প্রেম সাগর হাজরা, বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত।
সভায় বক্তব্য রাখেন ডিফেন্ডার যুব উন্নয়ন সংস্হার সভাপতি মোমিনুল হোসেন সোহেল, হিজল সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি অনুকুল চন্দ্র দাস, সাংবাদিক আতাউর রহমান কাজল, বড়ছড়া পানি উন্নয়ন সমবায় সমিতির শেখ সবুজ আলম, গাজীপুর-১ গ্রাম উন্নয়ন সমবায় সমিতির গোলাম মোস্তফাসহ বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ।
সভায় ব্র্যাকের ফান্ড ম্যানেজমেন্টের স্পেশালিষ্ট সাইফুল ইসলামের সঞ্চালনায় সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম। পরে ১০ জন সমবায়ীকে অনুপ্রেরনা স্মারক প্রদান করা হয়।