‘করোনায় পণ্য সরবরাহে কোনো প্রভাব পড়েনি’
পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ০৭/১১/২০২০ , ৫:১৪ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি


নৌপথ সচল থাকায় করোনায় পণ্য সরবরাহে কোনো প্রভাব পড়েনি বলে জানালেন নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। সকালে জাতীয় প্রেসক্লাবে নদী ও পর্যটন নিয়ে আয়োজিত এক সেমিনারে একথা জানান তিনি। তবে রাজনৈতিক সহিংসতার জন্য পর্যটন খাত পিছিয়ে পড়েছে বলেও অভিযোগ করেন তিনি।
নৌপরিবহণ প্রতিমন্ত্রী বলেন, ৭৫ সালের পরে নদীর গতির দিকে কেউ নজর দেয়নি, লুটতরাজে মনোযোগ দিয়েছে।
নদী ভিত্তিক প্রকল্প করার প্রতি প্রধানমন্ত্রী জোর দিয়েছেন জানিয়ে মন্ত্রী বলেন, বর্তমান সরকারের সময়ে নদী ও সমুদ্রপথের প্রতিরক্ষায় সক্ষমতা অর্জন করেছে বাংলাদেশ।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহণ কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক বলেন, নদী বাঁচানো কারো একার পক্ষে সম্ভব নয়, এজন্য সবার ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।