গলাচিপায় জাতীয় সমবায় দিবসে আলোচনা সভা
পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ০৭/১১/২০২০ , ৭:২১ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ


“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন, এই প্রতিপাদ্যের আলোকে ৪৯ তম জাতীয় সমবায় দিবসে গলাচিপায় সকাল ১০ টায় আনুষ্ঠানিক ভাবে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ শনিবার উপজেলা দরবার হলে, উপজেলা সুযোগ্য নির্বাহী অফিসার আশিষ কুমার এর সভাপতিত্বে আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মু. সাহিন শাহ্ ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন মোল্লা, সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গেলাম মোস্তফা, পল্লী উন্নয়ন অফিসার মাহাবুব হাসান শিবলী, আ’লীগ নেতা মো. রেজাউল করিম হাং, ও গলাচিপা প্রেসক্লাব সভাপতি খালিদ হোসেন মিলটন, সাংবাদিক মু. জিল্লুর রহমান জুয়েল সহ বিভিন্ন গণমাধ্যম কর্মী বৃন্দ প্রমূখ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মো. কামরুল ইসলাম মিয়া। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা সহ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির যুবক যুবতীরা অংশ নেয়।