কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মেডিক্যাল শিক্ষার্থীদের
পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ০৭/১১/২০২০ , ৫:২৮ অপরাহ্ণ | বিভাগ: শিক্ষাঙ্গন


রবিবারের মধ্যে চার দফা দাবি মেনে প্রজ্ঞাপন দেয়া না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজ শিক্ষার্থীরা। আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে এমন হুঁশিয়ারি দেন তারা।
করোনার মধ্যে বন্ডসই নিয়ে পরীক্ষায় অংশ নিতে বাধ্য করা হচ্ছে অভিযোগ করে শিক্ষার্থীরা জানান, স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া আশ্বাসের লিখিত দিতে হবে।
গত সপ্তাহে চার দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেন মেডিক্যাল শিক্ষার্থীরা। আর গেল বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালকের সাথে বৈঠক করেন তারা। সেখানে সমাধান না হলে মহাখালীতে সড়ক অবরোধ করেন তারা। পরে স্বাস্থ্য অধিদপ্তরের শিক্ষা বিভাগের পরিচালকের সাতদিনের মধ্যে দাবি পূরণের আশ্বাসে অবরোধ তুলে নেন তারা।