দুপচাঁচিয়ায় জাতীয় সমবায় দিবস পালিত
পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ০৭/১১/২০২০ , ৫:০০ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ


‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুপচাঁচিয়া উপজেলা সমবায় অফিসের আয়োজনে ৪৯তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেনের সভাপতিত্বে ও সমবায়ী এমদাদুল হকের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৩(আদমদীঘি-দুপচাঁচিয়া) এলাকার সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. নুরুল ইসলাম তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক প্রামানিক।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা রোকেয়া সুলতানা, উপজেলা আ.লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এম, সরওয়ার খান, সমবায়ী হেলাল উদ্দিন, মুনছুর রহমান, মাহফুজুর রহমান দুলাল প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন থানার এসআই খোরশেদ আলম, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস,এম সাহিদ, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, মহসীন আলী, সমবায়ী মাহবুবুর রহমান সোহেল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাস সহ সমবায়ীবৃন্দ। পরে এ বছরের শ্রেষ্ঠ পাঁচ সমবায় সমিতিকে পুরস্কার স্বরূপ ক্রেস্ট প্রদান ও শেষে ৪৯তম সমবায় দিবসের কেক কাটেন অতিথিবৃন্দ।