আজ: ২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ, সোমবার, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৯ই জিলকদ, ১৪৪৪ হিজরি, রাত ১২:৫৭
সর্বশেষ সংবাদ
শিক্ষাঙ্গন ইবি সাংবাদিক সমিতির নেতৃত্বে জীবন-রানা

ইবি সাংবাদিক সমিতির নেতৃত্বে জীবন-রানা


পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ০৭/১১/২০২০ , ৪:০০ অপরাহ্ণ | বিভাগ: শিক্ষাঙ্গন


ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ইবিসাস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২০ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে হুমায়ুন কবির জীবন (নিউ এজ) এবং সাধারণ সম্পাদক পদে ইরফান মাহমুদ রানা (খোলা কাগজ) নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্য সসদ্যরা হলেন সহ-সভাপতি পদে হুমায়ুন কবির শুভ (বাংলাদেশ পোস্ট), যুগ্ম সাধারণ সম্পাদক অনি আতিকুর রহমান (মানবকণ্ঠ), দফতর সম্পাদক শাহাব উদ্দিন ওয়াশিম (যায়যায়দিন), অর্থ সম্পাদক ইমানুল সোহান (দেশ রুপান্তর), প্রচার সম্পাদক শাহেদুল ইসলাম (বাসস), দুজন কার্যনির্বাহী সদস্য তাজমুল হক জায়িম (নয়া দিগন্ত) ও বিপ্লব খন্দকার (ইনকিলাব)।
জানা গেছে, সকাল ১১টায় শুরু হয়ে ৪০ মিনিট পর্যন্ত ভোটগ্রহণ চলে। পরে ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. সাইদুর রহমান বিজয়ীদের নাম ঘোষনা করেন। এসময় উপস্থিত ছিলেন অপর দুই নির্বাচন কমিশনার জনসংযোগ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) আতাউল হক ও ইবিসাস’র সাবেক সভাপতি সুজা উদ্দিন।
নির্বাচন শেষে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শেখ আব্দুস সালাম, প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এসএম আব্দুল লতিফ ও ইবিসাস’র সদ্য সাবেক সভাপতি ইমরান শুভ্র’র উপস্থিতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
উল্লেখ্য, নবনির্বাচিত কমিটিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারি ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।

Comments

comments