আজ: ২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ, সোমবার, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৯ই জিলকদ, ১৪৪৪ হিজরি, রাত ১২:৪৩
সর্বশেষ সংবাদ
রাজনীতি করোনামুক্ত হলেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

করোনামুক্ত হলেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন


পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ০৭/১১/২০২০ , ১২:২০ পূর্বাহ্ণ | বিভাগ: রাজনীতি


আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি’র করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ৪র্থবারের মতো তার নমুনা নেয় সিএমএইচ কর্তৃপক্ষ।
শুক্রবার (৬ নভেম্বর) সকালে তার করোনা রিপোর্ট নেগেটিভ আসে বলে জানিয়েছেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের এপিএস মোহাম্মদ নুর খান।
তিনি জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি সহসা হাসপাতাল ত্যাগ করে নির্দিষ্ট দিন পর্যন্ত কোয়ারেন্টিনে থাকবেন। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
৭ অক্টোবর শরীরে জ্বর অনুভব করলে করোনা পরীক্ষার জন্য চট্টগ্রাম বিআইটিআইডিতে নমুনা দেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। পরীক্ষায় করোনা পজিটিভ আসলে ওইদিনই তাকে পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়।

Comments

comments