‘কিছুই হয়নি পুতিনের, থাকছেন ক্ষমতায়’
পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ০৬/১১/২০২০ , ৮:৩৪ অপরাহ্ণ | বিভাগ: আন্তর্জাতিক


পার্কিনসন রোগে আক্রান্ত হওয়ায় আগামী বছরের জানুয়ারিতে স্বেচ্ছায় ক্ষমতা ছাড়ছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, এমন খবর ভিত্তিহীন বলে জানিয়েছে রাশিয়া। দেশটির মুখপাত্র দিমিত্রি পেসকভ এই তথ্য নিশ্চিত করেছেন।
শুক্রবার দেশটির সংবাদ সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়েছে, পুতিন ক্ষমতা ছাড়ছেন কিনা, এমন প্রশ্নের জবাবে দিমিত্রি পেসকভ বলেন, না। পুতিনের স্বাস্থ্য অনেক ভাল আছে।
যুক্তরাজ্যের দি সানের খবরে পুতিন পার্কিনসন রোগে আক্রান্ত হওয়ায় স্বেচ্ছায় পদত্যাগ করতে পারেন এমন প্রতিবেদন প্রকাশের পর রাশিয়ার পক্ষ থেকে এই বিবৃতি জানানো হয়েছে।
যুক্তরাজ্য ভিত্তিক একাধিক সংবাদমাধ্যমে বলা হয়, রাশিয়ার টেলিভিশনে প্রকাশিত কিছু ফুটেজে পুতিনের হাত-পা কাঁপতে দেখা যায়। ফলে এটার থেকে স্পষ্ট যে তিনি একটি স্নায়ুরোগে ভুগছেন । জানা গেছে, ইতিমধ্যে পার্কিনসন রোগের চিকিৎসা নিচ্ছেন পুতিন। ফলে প্রেসিডেন্ট পদ ধরে রাখাটা বেশ চাপের এই মুহূর্তে।
তবে শেষমেশ রাশিয়া এই খবর ভিত্তিহীন বলে উড়িয়ে দিল। আল জাজিরা, রয়টার্স