আজ: ২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ, সোমবার, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৯ই জিলকদ, ১৪৪৪ হিজরি, রাত ২:২৯
সর্বশেষ সংবাদ
চটগ্রাম বিভাগ, জেলা সংবাদ, বিভাগীয় সংবাদ চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালকের মৃত্যু

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালকের মৃত্যু


পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ০৬/১১/২০২০ , ৯:২৮ অপরাহ্ণ | বিভাগ: চটগ্রাম বিভাগ,জেলা সংবাদ,বিভাগীয় সংবাদ


চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মিনি ট্রাক-অটোরিকশার সংঘর্ষে অটোরিকশা চালক মো. জসিম উদ্দিনের (৩৫) মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।
আজ শুক্রবার (৬ই নভেম্বর) দুপুরে উপজেলার শোলকাটা মাজার এলাকায় ওভারটেক করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ। আহতরা হলেন- মো. সাহাদ (২০), মো. আরমান (১৫) এবং বোদা মিয়া (১১)। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ জানান, ওভারটেক করতে গিয়ে মিনি ট্রাক-সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ৪ জন গুরুতর আহত হন।
তিনি আরো বলেন, আহতদের মধ্যে সিএনজি অটোরিকশা চালক জসিম উদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বাকিদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Comments

comments