আজ: ২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ, সোমবার, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৯ই জিলকদ, ১৪৪৪ হিজরি, রাত ১:২৫
সর্বশেষ সংবাদ
আন্তর্জাতিক সৌদি আরবে ৫ পেশার অভিবাসীরা চাইলেই কর্মস্থল পরিবর্তন করতে পারবে

সৌদি আরবে ৫ পেশার অভিবাসীরা চাইলেই কর্মস্থল পরিবর্তন করতে পারবে


পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ০৬/১১/২০২০ , ১০:৩৩ পূর্বাহ্ণ | বিভাগ: আন্তর্জাতিক


সৌদি আরবে বসবাসরত অভিবাসীদের জন্যে বড় একটি সংশোধন নিয়ে আসলো দেশটির অভিবাসী কর্মসংস্থান কর্তৃপক্ষ। নতুন সংশোধনে পাঁচ পেশায় যুক্ত থাকা অভিবাসীদের কাফিল পদ্ধতিতে পরিবর্তন আসছে বলে জানিয়েছে মিডেল ইস্ট মনিটর।

জানা যায়, নির্ধারিত ৫ পেশা হল: ব্যক্তিগত গাড়িচালক, নিরাপত্তা কর্মী, গৃহকর্মী, মেষ রক্ষক ও মালি।

নতুন সংশোধনী অনুযায়ী, এই ৫ পেশায় যুক্ত থাকা অভিবাসীরা চাইলেই কর্মস্থল পরিবর্তন করতে পারবে। এর জন্যে তাদের মালিকের সম্মতির কোনো প্রয়োজন নেই। এছাড়া অভিবাসীরা চাইলে তাদের কাজ অন্য কোনো অভিবাসীকেও দিতে পারবেন এবং বিনা ঝামেলায় নিজ দেশে ফিরতে পারবেন। তবে অবশ্যই তাদের মেয়াদ বৈধ হতে হবে।

সৌদি আরবে সাত দশক ধরে কার্যকর কফিল পদ্ধতিতে অভিবাসী শ্রমিককে একজন নির্দিষ্ট নিয়োগকর্তার কাছেই বাধা থাকতে হতো। নিয়োগকর্তা না চাইলে সৌদি আরবের অন্য কোথাও কাজ করারও বৈধতা থাকতো না তার।

দেশটিতে এখনও কফিল পদ্ধতির আওতায় ১০ কোটিরও বেশি শ্রমিক কাজ করছে। নিয়োগকর্তার ইচ্ছাধীন হওয়ায় অনেকেই এ পদ্ধতিকে অঘোষিত ‘দাস প্রথা’ বলে অ্যাখ্যা দিয়ে আসছিলেন।

Comments

comments