রিপাবলিকানদের সমর্থন পাচ্ছেন না ট্রাম্প!
পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ০৬/১১/২০২০ , ১০:২৬ পূর্বাহ্ণ | বিভাগ: আন্তর্জাতিক


যুক্তরাষ্ট্রে চলছে প্রেসিডেন্ট নির্বাচনের পর প্রাথমিক ভোট গণনা । দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে তার ছেলেরা আক্ষেপ করে বলেছেন যে ভোট জালিয়াতির বিরুদ্ধে লড়াইয়ে ট্রাম্পকে সমর্থন দিচ্ছেন না রিপাবলিকান দলের সদস্যরা।
একটি টুইট বার্তায় ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্প বলেন, কোথায় রিপাবলিকানরা! লড়াই করুন এই জালিয়াতির বিরুদ্ধে।
Where are Republicans! Have some backbone. Fight against this fraud. Our voters will never forget you if your sheep! https://t.co/jLzOIJbrwV
— Eric Trump (@EricTrump) November 5, 2020
এদিকে আরেকটি টুইট বার্তায় ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র বলেছেন, চিন্তা করবেন না। ডোনাল্ড ট্রাম্প লড়াই করে যাবে এবং তারা(রিপাবলিকানরা) যথারীতি এটি দেখবে।
The total lack of action from virtually all of the “2024 GOP hopefuls” is pretty amazing.
They have a perfect platform to show that they’re willing & able to fight but they will cower to the media mob instead.
Don’t worry @realDonaldTrump will fight & they can watch as usual!
— Donald Trump Jr. (@DonaldJTrumpJr) November 5, 2020