আজ: ২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ, সোমবার, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৯ই জিলকদ, ১৪৪৪ হিজরি, রাত ১২:৫০
সর্বশেষ সংবাদ
খেলাধূলা আনুষ্কাকে নিয়ে জন্মদিন পালন করলেন কোহলি

আনুষ্কাকে নিয়ে জন্মদিন পালন করলেন কোহলি


পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ০৬/১১/২০২০ , ১২:২০ পূর্বাহ্ণ | বিভাগ: খেলাধূলা


৩১ পেরিয়ে ৩২ বছরে পা দিয়েছেন সময়ের সেরা ক্রিকেটার বিরাট কোহলি। সংযুক্ত আরব আমিরাতে জন্মদিন উদযাপন করেন স্ত্রী আনুষ্কা শর্মা আর রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সতীর্থদের নিয়ে।
জন্মদিনের বেশকিছু ছবি, ভিডিও পাওয়া গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেখানে দেখা গেছে বেশ উৎসব মুখর পরিবেশে পালন করা হয় তার জন্মদিন।
কেক কাটার পর স্ত্রী আনুষ্কাকে খাইয়ে দেন প্রথমে, এরপর আনুষ্কা খাইয়ে দেন বিরাটকে। তারপরেই শুরু হয় কেক মাখামাখি। কোহলিকে দেখা যায় বেশ উৎসবের মেজাজে।
করোনা মহামারির এই সময়ে দলের বেশ কিছু সতীর্থ হাজির হতে পারেননি জৈব সুরক্ষা বলয়ের কারণে। তবে ভিডিও বার্তায় জন্মদিনের শুভেচ্ছা জানাতেও ভুলেননি কোহলির বন্ধু, কোচ এবং আরসিবির অনেকেই। কেক কাটার আগে তারা ভিডিও বার্তার মাধ্যমে কোহলিকে জন্মদিনের শুভেচ্ছা জানান।
ভিডিও বার্তায় ছিলেন এবিডি ভিলিয়ার্স। এছাড়া ক্রিস মরিস, অ্যাডাম জাম্পা, ডেল স্টেইনরা। ব্যাঙ্গালুরুর সতীর্থরা ছাড়াও সুরেশ রায়না, রবি শাস্ত্রী, ভি ভি এস লক্ষ্মণ, যুবরাজ সিং, মোহাম্মদ শামিরাও অভিনন্দন জানিয়েছেন কোহলিকে।
ভারতের ক্রিকেট ঈশ্বর খ্যাত কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার শুভেচ্ছা জানিয়ে টুইটে লেখেন, ‘শুভ জন্মদিন বিরাট কোহলি। আসন্ন মৌসুমের জন্য শুভ কামনা। অব্যাহত থাকুক পথচলা। বছরটা কেটে যাক আনন্দে।’

Comments

comments