আজ: ১১ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, রবিবার, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ২২শে জিলকদ, ১৪৪৪ হিজরি, সকাল ৭:০৮
সর্বশেষ সংবাদ
খেলাধূলা আর্সেনাল-টটেনহামের দাপুটে জয়

আর্সেনাল-টটেনহামের দাপুটে জয়


পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ০৬/১১/২০২০ , ১১:০৮ পূর্বাহ্ণ | বিভাগ: খেলাধূলা


ইউরোপা লিগে দাপুটে জয় পেয়েছে দুই ইংলিশ জায়ান্ট আর্সেনাল ও টটেনহাম। পিছিয়ে পড়েও গানাররা
৪-১ ব্যবধানে হারিয়েছে মোল্দেকে। এ নিয়ে টানা ৩ জয়ে ৯ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপে শীর্ষে আছে মাইকেল আর্তেতার দল।

আরেক ম্যাচে টটেনহাম ৩-১ ব্যবধানে হারিয়েছে বুলগেরিয়ান ক্লাব লুদোগোরেটসকে। এটি ছিল স্পার্সদের জার্সিতে অধিনায়ক হ্যারি কেনের সব প্রতিযোগিতা মিলিয়ে ৩০০তম ম্যাচ। ম্যাচটি স্মরণীয়ও করে রেখেছেন তিনি। ১৩তম মিনিটে দলের প্রথম গোলটি করে টটেনহামের হয়ে ২০০তম গোল করার মাইলফলক স্পর্শ করেছেন কেন।

স্পার্সদের হয়ে সর্বোচ্চ গোলদাতা হওয়ার দৌড়ে ইংলিশ অধিনায়কের সামনে এখন কেবল ১৯৬০ দশকের কিংবদন্তি জিমি গ্রিভস এবং ববি স্মিথ। এই জয়ে ‘জি’ গ্রুপে শীর্ষে ওঠেছে হোসে মরিনহোর দল। ৩ ম্যাচে তাদের পয়েন্ট ৬।

Comments

comments