আজ: ১১ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, রবিবার, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ২২শে জিলকদ, ১৪৪৪ হিজরি, সকাল ৭:৪১
সর্বশেষ সংবাদ
জেলা সংবাদ নওগাঁয় গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ বিষয়ে মানববন্ধন

নওগাঁয় গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ বিষয়ে মানববন্ধন


পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ০৫/১১/২০২০ , ৬:৩৬ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ


নওগাঁর রাণীনগরে “রাজনৈতিক দলের সকল কমিটিতে এক-তৃতীয়াংশ (৩৩%) নারীকে সম্পৃক্ত করার দাবীকে সামনে রেখে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ বিষয়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্প ফেইজ-৩ এই মানববন্ধন ও স্মারকলিপি প্রদানের আয়োজন করে।
এদিন সকালে উপজেলা পরিষদের প্রধান ফটকে আয়োজিত ঘন্টাকালব্যাপী মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়রম্যান (ভারপ্রাপ্ত) ফরিদা বেগম। পরে মানববন্ধন শেষে নির্বাহী কর্মকর্তা আল মামুনকে স্মারকলিপি প্রদান করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন খাঁন ফাউন্ডেশনের জেলা প্রোগাম কর্মকর্তা নুরুজ্জামান বুলবুল প্রমুখ।
নারীর রাজনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট এ্যান্ড কোঅপারেশন এসডিসির সহায়তায় ও হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশনের কারিগরি সহায়তায় খাঁন ফাউন্ডেশন প্রিপ ট্রাস্ট, রূপান্তর ও ডেমক্রেসিওয়াচ বাংলাদেশের ৬টি বিভাগে “অপরাজিতা: নারীর রাজনৈতিক ক্ষমতায়ন” প্রকল্প বাস্তবায়নে কাজ করে আসছে।

Comments

comments