আজ: ২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ, সোমবার, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৯ই জিলকদ, ১৪৪৪ হিজরি, রাত ১:৫৭
সর্বশেষ সংবাদ
জেলা সংবাদ ফরিদপুরে চাষিদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ

ফরিদপুরে চাষিদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ


পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ০৫/১১/২০২০ , ৬:২৬ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ


ফরিদপুরে চাষিদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণঅধিক ফলন উৎপাদনের লক্ষ্যে বায়ার ক্রপ সায়েন্স লিমিটেড এর উদ্যোগে ফরিদপুরে দুইশতাধিক চাষিদের মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল তেজ গোল্ড ধানের বীজ বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে সদরউপজেলার হল রুমে অতিথি হিসাবে উপস্থিত থেকে উচ্চ ফলনশীল এ ধানের বীজ বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম রেজা ও সদর উপজেলার চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক মোল্যা।
এসময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুরের অতিরিক্ত উপপরিচালক মো. জাহিদুল ইসলাম, সদর উপজেলা কৃষি অফিসার কৃসিবিদ মো. আবুল বাসার মিয়া, কৃষি সম্প্রসারণ অফিসার মো. আনোয়ার হোসেন, বায়ার ক্রপ সায়েন্স লিমিটেড এর আঞ্চলিক কর্মকর্তা কৃষিবিদ মানছুর রহমান, শিশির দত্ত প্রমুখ।
বায়ার ক্রপ সায়েন্স লিমিটেড এর আঞ্চলিক কর্মকর্তা কৃষিবিদ মানছুর রহমান জানান, উচ্চ ফলনশীল তেজ গোল্ড বোর মৌসুমে আবাদ করতে হয়। এ ধানের হেক্টোর প্রতি ফলন ৯টন। আর জীবন কাল ১৪০ থেকে ১৪৫দিন। এধানের চাল চিকন হয়ে থাকে। চাষিরা এ ধান চাষ করে অধিক লাভবান হচ্ছে।

Comments

comments