ভোলায় আরও ৮ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ৮১৫
পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ০৫/১১/২০২০ , ৫:২৪ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ,স্বাস্থ্য


ভোলায় গত ২৪ ঘন্টায় ৩২ জনের নমুনা পরীক্ষায় নতুন আরো ৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ৭ জন ভোলা সদর উপজেলার ও ১ জন লালমোহন উপজেলার বাসিন্দা।
আজ বৃহস্পতিবার পর্যন্ত ভোলা জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৮১৫ জনে দাঁড়ালো। এছাড়া করোনা আক্রান্ত হয়ে জেলায় মোট মৃত্যু হয়েছে ৭ জনের। ভোলার সিভিল সার্জন দপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করে।
ভোলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছেন, ভোলায় করোনা আক্রান্ত ৮১৫ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৭৩৮ জন। এর মধ্যে ভোলা সদর উপজেলায় করোনায় আক্রান্ত ৪৪৮ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৩৮২জন। দৌলতখান উপজেলায় আক্রান্ত ৫৫ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৫১ জন। বোরহানউদ্দিন উপজেলায় আক্রান্ত ৯৮ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৯৮ জন, তজুমদ্দিন উপজেলায় আক্রান্ত ৪৫ জনের মধ্যে সুস্থ ৪৫ জন, লালমোহন উপজেলায় আক্রান্ত ৭০ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৬৫ জন, চরফ্যাশনে আক্রান্ত ৬৭ জনের মধ্যে সুস্থ ৬৫ জন এবং মনপুরা উপজেলায় আক্রান্ত ৩২ জনের মধ্যে সুস্থ ৩২ জন। আক্রান্তরা নিজ নিজ উপজেলা হাসপাতালের চিকিৎসকদের তত্বাবধানে আইসোলেশনে রয়েছেন।