আজ: ৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, বিকাল ৫:২৮
সর্বশেষ সংবাদ
অপরাধ, আইন ও বিচার ভূয়া সনদে চাকরি: ৬ পুলিশ সদস্য কারাগারে

ভূয়া সনদে চাকরি: ৬ পুলিশ সদস্য কারাগারে


পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ০৫/১১/২০২০ , ৫:২০ অপরাহ্ণ | বিভাগ: অপরাধ,আইন ও বিচার


মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতির মাধ্যমে চাকরি নেয়ার মামলায় রংপুরে ছয় পুলিশ সদস্যকে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে, ওই মামলায় আসামীরা জামিন আবেদন করলে বিচারক জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠান।

রংপুরের অতিরিক্ত পিপি শাহ মোহাম্মদ নয়ন্নুর রহমান টফি জানান, ২০১৯ সালে কোতোয়ালী থানায় ভূয়া মুক্তিযোদ্ধা সনদের মাধ্যমে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেয়ার অভিযোগে পুলিশের ছয় সদস্যের বিরুদ্ধে দুইটি মামলা দায়ের করা হয়।

তিনি জানান, আসামীরা এতদিন জামিনে ছিলেন। আজ আদালতে জামিন আবেদন করলে বিচারক জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠান। আসামীরা হলেন মাহাবুব আলম , নুরুন্নবী , মোস্তাফিজুর, মনোয়ার, মাহাবুব ও শফিউজ্জামান। তারা সবাই কনস্টেবল পদে চাকরি করতেন।

Comments

comments